
নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার ৮ই জানুয়ারী শিলিগুড়ির সৌমীর পক্ষ থেকে নাগরাকাটার গ্রাসমোর চা বাগানের ৭৫ জন মহিলা চা শ্রমিকদের গায়ের চাদর ও মোজা দেওয়া হলো।বানারহাটের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এ এন এম শ্রীমতী সোনালি সামন্ত সৌমীর সদস্যাদের মহিলা চা শ্রমিকদের সাহায্য করতে অনুরোধ করেছিলেন।কারণ শীতের সময় এদের চাদর ও মোজা না থাকাতে খুব কষ্ট হয়।শীতে পা ফেটে যাওয়াতে হাঁটাচলার খুব অসুবিধা হচ্ছিল। বিশিষ্ট সমাজসেবী মিলি সিনহা সহ সৌমীর সদস্যারা মোজা ও চাদর দিয়ে সাহায্য করেন।সবাই যাতে
ভালো থাকে তার জন্য চা শ্রমিকদের শ্রীমাতাজী প্রণীত সহজযোগের ধ্যানের মাধ্যমে আত্মসাক্ষাৎকার প্রদান করেন।বানারহাটের সহজযোগ সোসাইটি ও শিলিগুড়ির সহজযোগীরা
oসহজযোগ প্রচার করেন গ্রাসমোর চা বাগানের শ্রমিকদের মধ্যে।প্রায় ১০০জন এদিন আত্মসাক্ষাৎকার প্রাপ্ত হন।
