
শিল্পী পালিত ঃ আজ আত্মকথা বিভাগে শিলিগুড়ি ঘোঘোমালির শুভ্রকান্তি দাস তাঁর কবিতার প্রেম নিয়ে লিখেছেন কিছু কথা–

আমি শুভ্র কান্তি দাস। কবিতাই আমার প্রথম প্রেম। সেই ছোট্ট বয়সেই কবিতার সঙ্গে পথচলা শুরু। মায়ের হাত ধরে কবিতার ভূবনে প্রবেশ। ধীরে ধীরে সেই পথ চলার বন্ধন দৃঢ় হয়। কখন যে কবিতাকে মনের গভীর থেকে ভালোবেসে ফেলেছি জানিনা। আমার মনে হয় কবিতা আমার নিশ্বাস বায়ু। আমরা যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না ঠিক তেমনি ভাবে আমার মনে হয় কবিতা ছাড়া আমার নিজের কোনো অস্তিত্ব নেই। এই কবিতাময় জগতে পা রেখে পেয়েছি শ্রীমতী গীতালি চক্রবর্তীর পরম স্নেহ। তিনি আমাকে কবিতাকে আরো গভীর ভাবে ভালোবাসতে শিখিয়েছেন। আমি মনে করি তাঁর স্নেহের হাত সবসময় আমার মাথার উপর আছে। তাই কবিগুরুর ভাষায় বলি
“আমার মাথা নত করে দাও হে তোমার
চরণ ধূলার তলে।”
এই কবিতাকে নিয়ে পথ চলতে চলতে পেয়েছি দিদি নবনীতা সেন চৌধুরী(দাস) র পরম সান্নিধ্য। আজ আপনাদের মাধ্যমে তাঁদের প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আজ যতটুকু পরিচিতি আমার গড়ে উঠেছে সবই কবিতা কেন্দ্রীক।তাই বলি-
কবিতা আমার ভালোবাসার স্পর্শ/কবিতা আমার বেঁচে থাকার রসদ।আপনাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসায় সর্বোপরি বয়োজ্যেষ্ঠ দের আর্শীবাদে আমার সঙ্গে কবিতার পথ চলা আরো নিবিড় হোক বন্ধন হোক দৃঢ় এই কামনা রাখি। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ হোক নতুন বছর।
শুভ্র কান্তি দাস,ঘোঘোমালি, শিলিগুড়ি।