
নিজস্ব প্রতিবেদন ঃ একেই বলে মাতৃ স্নেহ।মা শুধু সন্তান জন্ম দেয় না,সন্তান কিভাবে ভালো থাকতে পারে তা মা-এর মমতাই বেশি অনুভব করতে পারে। যদিও পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রানী হিসাবে দাবি করা মানুষের মধ্যে আজকাল বহু গোলযোগ এমনকি শিশু সন্তানকে রাস্তায় ফেলে দেওয়ার মতো নিষ্ঠুরতাও নজরে আসে।কিন্তু যাদের আমরা পশু বলে দাবি করি, যাদের থেকে আমরা এগিয়ে আছি বলে দাবি করি সেই পশুদের মধ্যেও কিন্তু মা এর পরম মমতা বা স্নেহ লক্ষ্য করা গেলো।আসলে ঘটনাটি শিলিগুড়ি মহকুমার বাগডোগরা মুনি চা-বাগানে। শুক্রবার রাতের বেলায় সেখানে দেখা যায়, দুটি চিতা বাঘের শাবক ঠান্ডায় কাঁপছে। বাগডোগরার বন কর্মীরা বিষয়টি দেখতে পেয়েই ওই স্থানটি ঘিরে রাখেন শাবক দুটোকে সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় শাবক দুটির মা চিতাবাঘ তার শাবক দুটিকে মুখে করে নিয়ে গিয়ে অন্যত্র সুরক্ষিত জায়গায় সরিয়ে দেয়।
একেই বলে মা এর পরম স্নেহ।
