শিলিগুড়ি মহকুমা জুড়ে শুরু হতে চলেছে রুবেলা ভাইরাসের টিকাকরন

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমা জুড়ে শুরু হতে চলেছে রুবেলা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া। চলতি জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে শুরু হবে এই টিকাকরণ। আর তা চলবে ফেব্রুয়ারী মাসের ১১ তারিখ পর্যন্ত। দার্জিলিং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিলিগুড়ি মহকুমার সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ১২১৫টি স্কুলে এই টিকাকরণ প্রক্রিয়া চলবে। স্কুল ভিত্তিক টিকাকরণ প্রক্রিয়া শেষে স্থানীয় কমিউনিটি হলগুলিতে এই টিকাকরণ করা হবে। শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও টিকা মিলবে । তবে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ হবে না বলেই স্পষ্ট জানিয়েছেন জেলাশাসক এস পুন্নমবালম।জেলা শাসক জানিয়েছেন, শিলিগুড়ি মহকুমার প্রায় ২ লক্ষ ৬৩ হাজার শিশুকে এই টিকাকরণের আওতায় নিয়ে আসার লক্ষ্য মাত্রা রয়েছে।
অপরদিকে রুবেলা ভাইরাস নিয়ে সচেতনতা র‍্যালিও হল শিলিগুড়িতে। স্বাস্থ্য দপ্তর ও পুরসভার সহযোগিতায় এই র‍্যালি হলো।তাতে পা মেলালেন মেয়র গৌতম দেব ছাড়াও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও স্কুল পড়ুয়ারা। রুবেলা ভাইরাস নির্মূল কর‍তে টিকাকরণ করা হবে শহরে। ৯ থেকে ১৫ বছর বয়সীদের ওই টিকাকরণের আওতায় আনা হবে। এই কাজে স্বাস্থ্য দপ্তরের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল।