গুজরাট থেকে অরুনাচলপ্রদেশ, সবুজ ভারতের আশায় সাইকেল যাত্রা

নিজস্ব প্রতিবেদনঃ সোমবার ৮ ফেব্রুয়ারী শিলিগুড়িতে একটি সাইকেল শোভাযাত্রা প্রবেশ করে। গুজরাটের দ্বারকা থেকে ওই শোভাযাত্রা শুরু হয়েছে। গ্রীন ইন্ডিয়া, ক্লীন ইন্ডিয়া ফিট ইন্ডিয়ার শ্লোগান নিয়ে গুজরাট থেকে অরুনাচল প্রদেশের ইটানগর পর্যন্ত ৩৯০০ কিলোমিটার সাইকেল যাত্রা শুরু করেছেন ছজন। ক্রীড়া ভারতীর তরফে শুরু হওয়া ওই শোভাযাত্রা এদিন শিলিগুড়ি ভেনাস মোড় হয়ে আশ্রমপাড়ার নজরুল সরনীতে এসে পৌঁছায়। শিলিগুড়ি ক্রীড়া ভারতীর তরফে সভাপতি অশোক চক্রবর্ত্তী, সহসম্পাদক শ্যামল বিশ্বাস, সমাজসেবী বিমল বনিক, কৃষ্ণেন্দু দাস প্রমুখ তাদেরকে ফুল মালা দিয়ে স্বাগত জানান।এরপর তাদেরকে দুপুরের খাবার খাইয়ে মালবাজারের দিকে রওনা করিয়ে দেওয়া হয়। সেই শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন তাঁরা হলেন রবিন্দর তেওরে, সন্দীপ ভৈট্য, শ্রীকান্দ ভেরি, মামদেও রাউত,বিজয় ভাস্কর রেড্ডি।