নারী দিবসে মানসিকভাবে অসুস্থ মহিলা উদ্ধার শিলিগুড়ি সুভাষ পল্লী থেকে

নিজস্ব প্রতিবেদন ঃ মঙ্গলবার মানসিকভাবে অসুস্থ একজন মহিলা রোগীকে শিলিগুড়ি সুভাষপল্লী বাজার থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুটাকা অ্যাম্বুলেন্স এর মাধ্যমে। শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের যৌথ উদ্যোগে এবং আন্টি ট্রাফিকিং নেটওয়ার্ক ফোরামের সহযোগিতায় ওই কাজটি হয়। জানা যায় অসুস্থ ওই রোগীর নাম লক্ষ্মী ,ঠিকানা চাম্পাসারি শিলিগুড়ি। প্রায় দেড় মাস ধরে নিখোঁজ বলে জানায় পরিবারের লোকেরা। পরিবারের সদস্যরা তাকে খুঁজে পেয়ে খুব খুশি ।তারা বিশেষ ধন্যবাদ জানায় শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরামের সদস্যদের।
এদিনের এই উদ্ধার কাজে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার এবং
শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সম্পাদক রাজু মন্ডল, সভাপতি রাকেশ দত্ত ,সদস্য রুদ্ধ দেব , রাজদীপ রায়।