
- নিজস্ব প্রতিবেদন ঃ মানুষের সেবা করার ব্রত নিয়ে তাদের কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে। তারপর থেকে তিনশোশোতম রক্তদান শিবিরের আয়োজন করার শিখরে পৌছালো লায়ন্স ক্লাব অফ তরাই।শুক্রবার শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীর উপস্থিত হয়ে তাদের ওই রক্তদান শিবিরের সূচনা করেন।লায়ন্স ক্লাব অফ তরাইকে শুভেচ্ছা জানিয়ে আগামীতে তাদের আরও সাফল্য কামনা করেন পুলিশ কমিশনার। নিয়মিত কাজটি চালিয়ে যাওয়া
কঠিন হলেও ৩৬৫ দিন রক্তদান শিবিের আয়োজন করাই হবে তাদের লক্ষ্য,আর সেই লক্ষ্য নিয়েই আগামীতে তাদের কাজের গতি বাড়ানোর কথা জানান সংস্থার চেয়ারম্যান ও সভাপতি।