
নিজস্ব প্রতিবেদন ঃ প্রয়াত সমাজসেবী ও সংস্কৃতি কর্মী অনিল ঘটকের স্মরনে শুক্রবার এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট এবং মহানন্দা বাঁচাও কমিটির প্রধান কর্নধার তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালার চেম্বারে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি এয়ারভিউ মোড়ের কাছে জ্যোৎস্নাদেবীর চেম্বারে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে জ্যোৎস্নাদেবী ছাড়াও বিশিষ্ট লেখক নিধুভূষন দাস, জীবন কুমার দে প্রমুখ প্রয়াত অনিল ঘটকের সামাজিক ও মানবিক কাজের বিভিন্ন দিক মেলে ধরেন। প্রয়াত অনিল ঘটক উত্তরবঙ্গ পৌষ মেলা, মহানন্দা বাঁচাও কমিটি ছাড়াও মিত্র সম্মিলনী, সেন্ট জনস এম্বুলেন্সের সঙ্গে যুক্ত ছিলেন।গত ৩০ তারিখে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।তিনি স্ত্রী, এক কন্যা রেখে গিয়েছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোকাহত। এদিন জ্যোৎস্নাদেবীর চেম্বারে আয়োজিত স্মরনসভায় সকলেই প্রয়াত অনিল ঘটকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকলে।শিলিগুড়িতে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখে গিয়েছেন তার উল্লেখ করেন সকলে।
