বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটি স্বরচিত কবিতা

অর্পিতা দে সরকার, বাবুপাড়া : নমস্কার সকলকে। আমি অর্পিতা। শিলিগুড়ি দেশবন্ধু পাড়া থেকে বলছি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি পেশ করছি একটি স্বরচিত কবিতা :

কবিগুরু
(রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ)

অর্পিতা দে সরকার

আলো দিয়ে জগৎ ভরালে, তুমি যেন প্রভাত রবি,
কলম হাতে সুরের বাঁশি, নামটি তব — ঠাকুর রবি।
শব্দে-ছন্দে কাব্যে-গানে, ভরলে তুমি প্রাণের পটে,
বিশ্বসাহিত্যে বাঙালির নাম, লিখে দিলে স্বর্ণরেখাতে।

তোমার হাতে জন্ম নিলো, গীতাঞ্জলির পবিত্র পাতা,
নোবেল পেয়ে বিশ্বজয়ী, হইলে তুমি জাতির মাথা।
দেশের জন্য গান লিখিলে, “আমার সোনার বাংলা” তুমি,
ভারতেরও প্রাণের সুরে, বাজে “জনগণমন” ধ্বনি।

শান্তিনিকেতন স্বপ্ন ছিল, শিশুর মুখে হাসির ছায়া,
শিক্ষার মাঝে মুক্তি খুঁজে, দিলে আশার নতুন মায়া।
শিক্ষা শুধু বইয়ে নয়, গাছে ফুলে, খেলে বায়ে,
তোমার মত গুরু পেলে, জীবন বাঁচে আপন ছায়ে।

প্রেমে তুমি অমর কবি, বিরহে আর মিলনে,
প্রকৃতির সব রঙ খুঁজে পেলে, প্রেমিক মনের ছন্দে।
“তুমি রবে নীরবে,” আজো বাজে অন্তরে অন্তরে,
তোমার সুরে গড়ে ওঠে, অনন্ত প্রেমের ঘরে।

রাজনীতি নয় রণকৌশল, ভালোবাসা তোমার যুদ্ধ,
“সহজ পথেই জয় আসে,” ছিল তোমার চিরসত্য।
শান্তির বানী, মানবধর্ম, সাহিত্যের আলোকধারা,
তোমার নামেই জেগে ওঠে, যুগে যুগে ভারতভরা।
তুমি নেই আজ রূপের রঙে তবু আছো গভীর মনে
তোমার লেখা তোমার সুরে বাঁচি আমরা সুরের ধনী
হে কবিগুরু তুমি চিরদিন বাংলার অহংকার তোমার আলোয় পথ চলি আজো প্রাণে জলে শ্রদ্ধার তার।