
নিজস্ব প্রতিবেদন ঃকরোনা আক্রান্ত হয়ে গত রবিবার মৃত্যু হয়েছে শিলিগুড়ি হায়দরপাড়া নিবাসী প্রশান্ত বোসের। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার শিলিগুড়ি হায়দরপাড়ায় শোক দিবস পালন করা হয়।বন্ধ থাকে দোকানপাট। এদিন সকালে হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে প্রশান্ত বোসের স্মরণসভা অনুষ্ঠিত হয়।সেখানে তাঁর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায়মুহুরি, হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল ছাড়াও সঞ্জয় সাহা, জগদীশ সরকার, বাপি ঘোষ সহ অন্যরা ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তাঁরা প্রশান্ত বোসের সামাজিক কাজেরও স্মৃতিচারনা করেন। তাঁর এই চলে যাওয়া যে সংগঠনের পক্ষেও বিরাট ক্ষতি সেকথাও তাঁরা উল্লেখ করেন। হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন প্রশান্ত বোস।তাই তাঁকে এদিন স্মরন করেন হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের সদস্যরাও। ভ্রমনেও বেশ উৎসাহী ছিলেন প্রশান্ত। চলো ঘুরে আসি বলে একটি ফেসবুক গ্রুপও খুলেছিলেন প্রশান্ত। তাঁর গ্রুপ এডমিন ছিলেন তিনি।ক্লাব সদস্যরা এদিন সদা মৃদুভাষী, হাসি মুখে ঘুরে বেড়ানো কাকা নামে জনপ্রিয় প্রশান্তকে স্মরন করেন। প্রশান্ত ছিলেন একজন রেশন ডিলার।করোনা পরিস্থিতিতেও এলাকায় রেশন ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, গরিব মানুষের যাতে অসুবিধা না হয় সেদিকেও সবসময় নজর ছিল প্রশান্তর।বলা চলে নিজের জীবনের ঝুঁকি নিয়েও রেশন ব্যবস্থাকে সচল রেখেছিলেন প্রশান্ত। অথচ আজ তাঁর পরিবারও একপ্রকার অসহায়। মৃত্যুকালে প্রশান্ত স্ত্রী পুত্র কন্যা রেখে গিয়েছেন।আজ এই সঙ্কটে তাঁর পরিবারের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও সকলের মানবিক দৃষ্টিকোন থেকে পাশে থাকা দরকার বলে এদিন সেখানে অনেকেই অভিমত দেন।
