
নিজস্ব প্রতিবেদন ঃ সেবা সপ্তাহ উপলক্ষে শিলিগুড়িতে শারীরিকভাবে অক্ষম বিশেষচাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ালেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। মঙ্গলবার শহরের বস্তিতে কেন্দ্রে বিজেপি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষ্যে বিজেপি সেবা সপ্তাহ পালন করে। এই উপলক্ষে এদিন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হুইল চেয়ার সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানান, রাজ্যে সংক্রমণ রোধে চলচ্ছে বিধি নিষেধ তাই সেবা সপ্তাহ পালনের সময় বৃদ্ধি করা নিয়ে পরিকল্পনা চলছে।
