সাইকেলে ইটাহার থেকে কলকাতা

নিজস্ব প্রতিবেদন ঃ থ্যালাসেমিয়া রোগীদের সুস্থ করতে স্বেচ্ছা রক্তদান সহ বৃক্ষ রোপণের বার্তা নিয়ে সাইকেলে সূদুর কোলকাতার উদ্দেশ্যে রওনা দিল উত্তর দিনাজপুরের ইটাহার নিবাসী জামিলুস। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গুলন্দর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবাড়ি গ্রামে বাড়ি জামিলুসের। ১৮ বছর বয়সী জামিলুস সদর ইটাহার চৌরাস্তা বাস টার্মিনাস থেকে তার এই দীর্ঘ যাত্রা শুরু করে।