
নিজস্ব প্রতিবেদন ঃ কি হলো দাঁত সিরসির করছে নাকি? দাঁতে ব্যথা নেইতো? গুটখা খৈনি খাওয়ার অভ্যেস নেইতো? দাঁতের মাড়িতে আলসার নেইতো? জানেন কি সেই আলসার ক্যান্সার তৈরির রাস্তা শক্তপোক্ত করে? আচ্ছা, দাঁত যে ব্রাশ করেন কি ধরনের টুথ ব্রাশ ব্যবহার করেন? কদিন পরপর টুথ ব্রাশ বদল করেন? আজিনা মটর মেশানো বেশ মমো চাউমিন খান বুঝি? জানেনকি আজিনা মটর মেশানো মমো চাউমিনও আপনার দাঁতের ভয়ানক ক্ষতি করে দিচ্ছে। এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজ খবরের ঘন্টায় উপস্থিত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ কৌস্তভ ভৌমিক। আপনার দাঁত কিন্তু মহা মূল্যবান,দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন।শিলিগুড়ি আশ্রমপাড়ার স্টার ডেন্টাল ক্লিনিকের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ কৌস্তভ ভৌমিক দাঁতের স্বাস্থ্য নিয়ে অনেক কথাই জানালেন।
দাঁত নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে ডাক্তার ভৌমিক গ্রাম বা বা বাগানে গিয়েও বিনামূল্যে দন্ত শিবির করে ওষুধ বিলি করেন।তাঁর মতে,সকলকেই মাঝেমধ্যে একবার করে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। আগামী ৫ জুলাই চিকিৎসক দিবসকে সামনে রেখে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার ভৌমিক।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —