
নিজস্ব প্রতিবেদন ঃ –গ্রীষ্মাবকাশেও অবকাশ নেই স্কুল শিক্ষক চিত্তরঞ্জন সরকারের।
সরকারি নিয়মানুসারে সরকার অনুমোদিত স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি চলছে । এই অবকাশেও বসে নেই শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি জেলার দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার। ছুটি চলতে থাকলেও প্রায় প্রতিনিয়তই তিনি ছাত্র-ছাত্রীদের বাড়িতে সশরীরে হাজির হয়ে খোঁজ নেন তাদের পড়াশুনার বিষয়ে। পড়াশুনা ছাড়াও শারীরিক ও মানসি ভাবে চাঙ্গা থাকার মোটিভেশনাল টিপস্ দিয়ে সাহায্য করছেন চিত্তরঞ্জনবাবু। তাঁর ভাষায়, টিচার্স আর নেক্সট টু দ্য প্যারেন্টস,পিতামাতার পরেই শিক্ষকদের স্থান।
শিশুরা দীর্ঘ দিন বিদ্যালয়ের বাইরে থাকায় রুটিন মাফিক পড়াশুনার সিকুয়েন্স হারিয়ে ফেলে।তাই কাজ ও পড়াশুনার ধারাবাহিকতা অব্যাহত রাখতে মাঝেমধ্যে সশরীরে উপস্থিত থেকে তাদের উৎসাহ দেবার প্রয়োজনীয়তা আছে বলে চিত্তরঞ্জনবাবু মনে করেন । তাই তাঁর ওই প্রচেষ্টা। চিত্তরঞ্জনবাবু আরও বলেন, ছাত্র ছাত্রীরা ভালো ভাবে জ্ঞান অর্জন করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার তথা সমাজের উন্নতি করবে বলেই এই কাজটুকু করা। তিনি এও বলেন, ছাত্র ছাত্রী বা অভিভাবকরা ফোন করলে মুস্কিল আসান হয়ে তিনি ছাত্রছাত্রীদের বাড়িতে হাজির হয়ে পড়ছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-