বাগডোগরায় শুরু পুলিশের পথ নিরাপত্তা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন ঃমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা প্রকল্প “সেফ ড্রাইভ সেভ লাইফ”। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে বৃহস্পতিবার বাগডোগরা বিমান বন্দর চত্বরে বিভিন্ন সচেতনতা মূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। পুলিশের তরফে জানানো হয়েছে, পথ নিরাপত্তার জন্য সবসময় পুলিশের কর্মীরা সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার করছেন। এখন তা আরও জোরদার হবে।