
নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি থাকা সম্পা গুহের এক বোতল রক্তের প্রয়োজন ছিল। শিলিগুড়ি থেকে খবর পেয়ে ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে তাঁর জন্য এক ইউনিট রক্তের ব্যবস্থা করে দিয়েছেন। একদিকে করোনা আক্রান্তদের পাশে থাকা,বাড়ি বাড়ি স্যানিটাইজ করা সবেতেই প্রতিদিন মানবিক ধর্মের উদাহরণ তৈরি করে যাচ্ছেন মুনমুনদেবী। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও ঠাঁই পেয়েছে তাঁর এইসব অসামান্য কাজের নমুনা।দেশের প্রতি ভাবনায় তাঁর এইসব কাজ ধারাবাহিকভাবে চলবে বলে মুনমুনদেবী জানিয়েছেন।
