লায়নের ১১২টি ক্লাবের সভাপতিদের মধ্যে সেরা সভাপতি হিসাবে পুরস্কৃত ডাঃ শীর্ষেন্দু পাল

নিজস্ব প্রতিবেদন ঃ বিগত একবছর ২০২২-২০২৩ সালের জন্য লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের সভাপতি ছিলেন শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল। লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২ এফের অধীনে উত্তরবঙ্গ ও সিকিম মিলিয়ে ১১২টি ক্লাব রয়েছে। সেই সব ক্লাবের মধ্যে সেরা সভাপতি হিসাবে পুরস্কৃত হলেন ডাঃ শীর্ষেন্দু পাল।এছাড়াও সেরা লায়ন্স সদস্য থেকে শুরু করে আরও অনেক পুরস্কার তিনি পেয়েছেন লায়ন্স ক্লাব থেকে। তিনি বিগত এক বছর যে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের সভাপতি ছিলেন, সেই ক্লাবও কাজের জেরে সেরা পুরস্কার পেয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের সভাপতি হিসেবে বহু সেবামূলক কাজের মধ্যে ডাক্তার পালের উদ্যোগ ও প্রচেষ্টায় প্রতি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত হিলকার্ট রোডের একটি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস ক্লিনিক খোলা হয়েছে। আবার রবিবারই সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত শিলিগুড়ি হিলকার্ট রোডে পঞ্চাশ শতাংশ ছাড়ে রোগীদের রক্ত, মল মূত্র পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যা শহরের মধ্যে নজিরবিহীন।বিশেষ করে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের সভাপতি হিসাবে ডাক্তার পালের ওই প্রয়াসের জেরে এখন বহু গরিব সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। ডাক্তার শীর্ষেন্দু পাল এসব প্রসঙ্গে বলেন, চিকিৎসা পেশায় এসেছি মানুষের সেবা করার জন্য। কাজেই চিকিৎসা এবং পরীক্ষানিরীক্ষার নামে মানুষকে লুঠপাট করে নেবো এই নীতিতে আমি বিশ্বাসী নই।তাই গরিব সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রায়ই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করে থাকি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —