সরকারি উপস্বাস্থ্যকেন্দ্রে খবরের ঘন্টার গান

নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের নাগরাকাটা গ্রাস মোড় অঞ্চলের পি টি বস্তি উপস্বাস্থ্যকেন্দ্রে চলতে শুরু করেছে খবরের ঘন্টার গান।বুধবার মাতৃ দুগ্ধ সচেতনতা সপ্তাহের শেষ দিনে সেখানে উদ্বোধন হয় ব্রেস্ট ফিডিং রুমের। আর সেখানেই সঙ্গীতের সুরে সুরে মায়েরা তাদের শিশু সন্তানদের বুকের দুধ পান করাচ্ছেন।

খবরের ঘন্টার উদ্যোগে এক বছর আগে মাতৃ দুগ্ধ পানের ওপর সচেতনতামূলক সঙ্গীত তৈরি হয়। দুটি গান রচনা করেন পত্রিকার সম্পাদক। আর তাতে সুর তৈরি করেন পত্রিকার সহসম্পাদিকা শিল্পী পালিত। সেই গান কদিন আগে মাতৃ দুগ্ধ পানের সচেতনতা বিষয়ক অনুষ্ঠানে বাজানো হয় শিলিগুড়ি পুরসভা পরিচালিত ডাবগ্রাম মাতৃ সদনে। এবার সেই গান বাজতে শুরু করলো নাগরাকাটায়। রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া ফ্লোরেন্স নাইটিঙ্গেল সোনালি সামন্ত জানিয়েছেন, খবরের ঘন্টার এই দুটি গান শোনার পর বহু মা সচেতন হচ্ছেন মাতৃ দুগ্ধ পান নিয়ে। অন্যদিকে বুধবার শিলিগুড়ি জংশনে মাতৃ দুগ্ধ পান নিয়ে সচেতনতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু চিকিৎসক ডাঃ সুবল দত্ত। সেখানে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের তরফে বক্তব্য রাখেন অশেষ দাস। এবারে নিচের লিঙ্কে ক্লিক করে নাগরাকাটার সেই উপস্বাস্থ্যকেন্দ্রে খবরের ঘন্টার গান চালানোর ভিডিও দেখুন —-