করোনা পরিস্থিতিতে রিকশা চালকদের বাস্তব জীবন নিয়ে সিনেমা জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা পরিস্থিতিতে রিকশাওয়ালাদের যে বাস্তব জীবন সেই জীবন কাহিনীর উপর তৈরি হতে চলেছে একটি নতুন ছবি। বাজারে টোটো আসার পর রিকশাওয়ালাদের বাজার একেই খারাপ ছিল তার ওপর এই করোনা পরিস্থিতিতে প্রতিদিন অনেক রিকশা চালক দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না। রাতের পর রাত তাদের পরিবারকে না খেতে পেয়ে বসে থাকতে হয়, এ রকমই এক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে এক শর্ট ফিল্ম যার নাম *””এ রিকশা আলা””* উদ্যোক্তারা জানিয়েছেন, তারা এক রিকশা চালকের প্রতিদিনকার জীবনকে কেন্দ্র করে এই সিনেমা তৈরি করছেন। সিনেমাটি ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানোর ইচ্ছেও রয়েছে তাদের । After z vfx studio ,ও বাক পথ এই দুই চ্যানেলের সহযোগিতায় এই শর্ট ফিল্ম তৈরি হচ্ছে। আরো অন্যান্য বাস্তব জীবন কেন্দ্রিক নানা শর্ট ফিল্ম তৈরির ভাবনায় রয়েছেন উদ্যোক্তারা।মূল চরিত্র হিসেবে এই ফিল্মে অভিনয় করে চলেছেন জলপাইগুড়ি শহরের স্বনামধন্য একজন নাট্যশিল্পী তার নাম সুজিত কুমার বর্মন । উদ্যোক্তারা জানিয়েছেন তারা প্রথমে জিরো বাজেটে তাদের এই শর্ট ফিল্ম তৈরি করতে চেয়েছিলেন কিন্তু সময় পেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে টাকার অংক পৌঁছে গেছে চূড়ান্ত । জলপাইগুড়ি শহর সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী এই শর্ট ফিল্মকে খুবই ভালো ভাবে নেবে বলেই উদ্যোক্তাদের আশা। এই ফিল্মের ডিরেক্টর দেবাশিস কুন্ডু।