
নিজস্ব প্রতিবেদন ঃপুষ্টি সপ্তাহ উপলক্ষে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা আইসিডিএস ও সিনির যৌথ উদ্যোগে ফালাকাটা এক নম্বর গ্রাম পঞ্চায়েত, ফালাকাটা ২নম্বর গ্রাম পঞ্চায়েত ও পারঙ্গের পার গ্রাম পঞ্চায়েত আইসিডিএস কর্মীদের নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। আইসিডিএস সেন্টার গুলোতে গর্ভবতী মা এবং শিশুদের জন্য যেসব পুষ্টিকর খাবার খাওয়ানো হয় তার গুণগত মান নিয়ে ওই প্রদর্শনীর আয়োজন হয়। সেখানে সেই আইসিডিএস সেন্টারের কর্মীরা রান্না করা খাবার নিয়ে আসেন। আইসিডিএস অফিসের প্রতিনিধিরা সেই খাবারের গুণগতমান পরীক্ষা করেন এবং তাদেরকে পুরস্কৃত করেন। সেখানে পুষ্টিকর আহার নিয়ে সচেতনতা শিবিরও হয়।
