ডুয়ার্সের বন্ধ চা বাগানে ত্রান হিসাবে চাল বিলি

নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের বন্ধ থাকা মধু চা বাগানে কালচিনি ব্লক প্রশাসনের উদ্যোগে ত্রান দেওয়া হল শুক্রবার ।সম্প্রতি মধু চা বাগানে শ্রমিকদের দেওয়া হয়েছে করোনা টিকা।পুজোর সময় যাতে বন্ধ বাগানের কোনো শ্রমিক অভুক্ত না থাকে তার জন্য জিআর হিসাবে চাল দেওয়া হল বলে জানান কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। এদিন বাগানের ১০০০ শ্রমিক পরিবারকে ১২ কেজি করে জি আর চাল প্রদান করা হয় ।