স্কুল ঘরে দিন কাটানো বৃদ্ধা মাকে পুত্র সন্তানের হাতে তুলে দিলেন মানবাধিকার কর্মীরা

নিজস্ব প্রতিবেদন ঃবাড়িতে পাঁচজন গুনধর পুত্র রয়েছেন সেই বৃদ্ধার।কিন্তু তারপরও সেই বৃদ্ধাকে দিনের পর দিন পুত্র সন্তানদের সবার বাড়িতে নয়,থাকতে হয় এলাকার স্কুল ঘরে। শেষমেষ খবরটি পেয়ে হস্তক্ষেপ করেন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলা শাখার সদস্যরা। উপস্থিত ছিলেন সম্পাদক পিন্টু ভৌমিক, সভাপতি অসীম পন্ডিত ছাড়াও সংগঠন সদস্য কৃষ্ণা দে,সুখময় নন্দী এবং বিষ্ণু বিশ্বাস। তাদের হস্তক্ষেপে সেই বৃদ্ধা এক পুত্র সন্তানের কাছে ফিরে যান শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের কালুজোতের ঘটনা।ওই সংগঠন সদস্যরা বৃদ্ধাকে পুত্র সন্তানের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর হাতে কম্বল, শাড়ি, দুধ,প্রোটিন পাউডার এবং কিছু খাবার তুলে দিয়েছেন বলে সমাজসেবী পিন্টু ভৌমিক জানিয়েছেন।