বিপ্লবী বাঘাযতীনের জন্মজয়ন্তীতে মশারি বিতরণ শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন : বুধবার বিপ্লবী বাঘাযতীনের জন্মদিন ছিলো। আর এই দিনে তাঁকে স্মরন করার পাশাপাশি দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে মশারি বিতরণ করা হলো। অবসরপ্রাপ্ত একদল সরকারি কর্মচারী তাদের পেনশনের টাকা বাঁচিয়ে বুধবার ওই সামাজিক কাজে অংশ নেন।
শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় প্রতিদিন একদল কর্মজীবন থেকে অবসর নেওয়া বৃদ্ধ মানুষ জড়ো হন।তারা নিজেদের জীবনের সুখ দুঃখ এবং সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করেন সেখানে। এরই মধ্যে বুধবার অর্থাৎ ৭ ডিসেম্বর বিপ্লবী বাঘাযতীনের জন্ম দিবস উদযাপন করলেন এই আয়োজক অবকাশ এর অবসরপ্রাপ্ত বৃদ্ধ সদস্যরা। তারা এদিন বলেন, আগামী প্রজন্ম হয়তো বিপ্লবী বাঘাযতীন সম্পর্কে কিছুই বলতে পারবে না। এই এলাকায় রয়েছে শিলিগুড়ির ঐতিহ্যশালী বাঘাযতীন পার্ক। ওই পার্কে অনেক বড় বড় অনুষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ হয়। অথচ এই পার্কের নাম বাঘাযতীন পার্ক, কিন্তু এই এলাকায় বা পার্ক সংলগ্ন স্থানে কোথাও বিপ্লবী বাঘাযতীন এর কোন মূর্তি বসানো নেই– এটা খুবই দুঃখজনক। অথচ শিলিগুড়ি টাউন স্টেশনে বিপ্লবী বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় একজন ইংরেজ সাহেবকে ঘুষি মেরেছিলেন। এদিন বাঘাযতীনের প্রতিকৃতিতে তাঁরা ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।