মাটিগাড়ার বি সি এফ চার্চের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ বড়দিন উপলক্ষে মাটিগাড়ার বি সি এফ চার্চে প্রাক বড়দিনের অনুষ্ঠান শুরু হয়েছে ।বড় দিনের এই অনুষ্ঠান পর্ব শুরু হয়েছে গত ৩রা ডিসেম্বর থেকে। প্রতিদিন চলছে ক্যারল সঙ্গীত ।বি সি এফের সদস্যরা কখনো শিবমন্দির , কখনো শিলিগুড়ি শহরের নানা জায়গায় ঘুরে ক্যারল সঙ্গীতের প্রচার করছেন । ৩০ ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।