মাঝরাতে এটিএম থেকে উদ্ধার তরুনী, ভর্তি করা হলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন : মাঝরাতে এটিএমের মধ্য থেকে উদ্ধার এক তরুণী। বুধবার রাতে রানিডাঙার কাছে এক এটিএম থেকে উদ্ধার করা হয় ওই তরুনীকে। ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার সেই তরুণীকে উদ্ধার করেন। সেই তরুণী এটিএম এর মধ্যে বসেছিল। তার ভয়ে কেউ এটিএমে প্রবেশ করতে পারছিল না। রানিডাঙ্গা এস এস বি ক্যাম্প থেকে পুলিশে খবর দেওয়া হলে পুলিশের তরফে সমাজসেবী পূজা মোক্তারকে বিষয়টি জানানো হয়। পূজা মোক্তার সেই তরুণীকে উদ্ধার করতে গেলে তরুণীর সঙ্গে পূজা মোক্তারের তর্ক বিতর্ক হয়। পূজাদেবী তরুণীকে অনেক বুঝিয়ে এটিএম থেকে বের করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতলে সেই তরুণী জানায়, তার নাম মুনমুন রায়। বয়স ৩১ বছর পূজা মোক্তার জানিয়েছেন, সম্ভবত ওই তরুণী মানসিকভাবে অসুস্থ। সে তার ঠিকানাও সঠিকভাবে বলছিল না। কখনো কলকাতা, কখনো বাঁকুড়ার কথা জানাচ্ছিল। তরুণী কথা বলছিল ইংরেজিতে। তবে সে ওই এটিএম এর মধ্যে কেন গিয়েছিল বা ওই এলাকায় কিভাবে এলো তার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে মাঝরাতে একজন তরুণী এভাবে এটিএমের মধ্যে বা আশপাশে ঘোরাফেরা করতে থাকলে তার বিপদ যে হতে পারতো তাতো বলাই বাহুল্য। পুলিশ তদন্ত শুরু করেছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :