“রক্তদানই মানবতার শ্রেষ্ঠ দান”— সৌমি পরিবারের উদ্যোগে সফল রক্তদান শিবির শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন:
“মানুষ মানুষের জন্য— আর রক্তদান সেই মানবতারই উজ্জ্বল উদাহরণ,”— অনুষ্ঠানের উদ্বোধনে এমনই বার্তা দেন উপস্থিত বিশিষ্টজনেরা। তাঁদের কথায়, “এক ব্যাগ রক্ত শুধু একজনের জীবনই নয়, একটি পরিবারকেও বাঁচাতে পারে।” রক্তদানের গুরুত্ব তুলে ধরে সমাজের সকল স্তরকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

এই প্রেরণাদায়ী বার্তাকে সঙ্গে নিয়েই রবিবার শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় নৃত্য মঞ্জিল মিউজিক একাডেমি চত্বরে অনুষ্ঠিত হলো সৌমি পরিবারের আয়োজনে রক্তদান শিবির। “দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান”— এই স্লোগানে ভর করে দিনভর চলে রক্ত সংগ্রহ।

সকালে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলা এই শিবিরে সৌমির অসংখ্য মহিলা স্বেচ্ছাসেবী এগিয়ে এসে রক্তদান করেন। শিলিগুড়ি পুরসভার মেয়র-পরিষদ সদস্যা ও কাউন্সিলর অভয়া বোস নিজে উপস্থিত থেকে রক্ত দেন। পাশাপাশি রক্তদান করেন সৌমি পরিবারের সম্পাদিকা তথা নৃত্য শিক্ষিকা শ্রাবনী চক্রবর্তীও।

রক্তদাতাদের উৎসাহ দিতে সারাক্ষণ সেখানে উপস্থিত ছিলেন সৌমি সংগঠনের সভাপতি ও বরো চেয়ারম্যান মিলি সিনহা। এ ছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী, সমাজসেবী ও পরিবেশপ্রেমী দীপজ্যোতি চক্রবর্তী, সুকান্ত বসুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরা। সকলেই সৌমির এই মানবিক প্রয়াসের প্রশংসা করেন।

সৌমি পরিবার গত বহু বছর ধরেই নানারকম সামাজিক, মানবিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে শিলিগুড়িতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। রক্তদান শিবিরের এই আয়োজনও সেই ধারারই এক অনন্য উদাহরণ।

অনুষ্ঠানটি সফল হয় লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আধিরণ–এর সহযোগিতায়। মানবিকতার বার্তা ছড়িয়ে এই রক্তদান শিবির রক্তদাতাদের উৎসাহ ও জনসচেতনতার এক সুন্দর মিলনমঞ্চ হয়ে ওঠে।