
নিজস্ব প্রতিবেদন ঃএবার আম্ফানের ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে শনিবার সুন্দরবন, ২৪ পরগণা, ইটভাটা, পাকমারা পাড়া এলাকায় রওনা দিলেন শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টীমের সদস্যরা। তাঁরা ৮০০ জন অসহায় মানুষদের মধ্যে কম্বল এবং ওষুধ বিলি করবেন। তার পাশাপাশি পুষ্টিকর খাবারও বিলি করা হবে। মোট চার জনের একটি দল শনিবার এনজেপি থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইউনিক ফাউন্ডেশন টীমের প্রতিষ্ঠাতা সমাজসেবী শক্তি পাল এখবর জানিয়েছেন
