স্বনির্ভরতার পাঠে বুদ্ধভারতী হাইস্কুল, হায়দরপাড়ায় শুরু দুই দিনের বর্ণিল খাদ্য মেলা

নিজস্ব প্রতিবেদক :
মমো, চাউমিন থেকে শুরু করে পিঠেপুলি, স্যান্ডউইচ, পকোরা, কফি—নানান রকমের সুস্বাদু খাদ্য সম্ভারে বৃহস্পতিবার থেকে উৎসবমুখর হয়ে উঠেছে শিলিগুড়ির হায়দরপাড়া বুদ্ধভারতী হাইস্কুল চত্বর। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই খাদ্য মেলা চলবে শুক্রবার পর্যন্ত।

এদিন খাদ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড কমিটির কর্মকর্তা ও বুদ্ধভারতী হাইস্কুলের প্রাক্তন সম্পাদক বিবেকানন্দ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য কুমার মিশ্র জানান, গত বছর থেকেই এই খাদ্য মেলার সূচনা হয়েছে। তাঁর কথায়, “এবারের মেলায় মোট ১৭টি স্টল রয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে স্বনির্ভরতা ও আত্মনির্ভরতার মানসিকতা গড়ে তুলতেই এই উদ্যোগ। মেলায় থাকা অধিকাংশ খাদ্য সামগ্রী ছাত্রছাত্রীরাই নিজের হাতে তৈরি করেছে।” পাশাপাশি কয়েকজন অভিভাবকও স্টল বসিয়ে এই আয়োজনে অংশ নিয়েছেন বলে জানান তিনি।

প্রথম দিন থেকেই খাদ্য মেলায় উপচে পড়া ভিড় চোখে পড়েছে। ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় মানুষজনের অংশগ্রহণে বুদ্ধভারতী হাইস্কুলের এই খাদ্য মেলা যেন রীতিমতো মিলনমেলায় পরিণত হয়েছে।