জলপাইগুড়ি জেলায় শুরু উত্তরবঙ্গ উৎসব

নিজস্ব প্রতিবেদনঃমঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার দু’দিন ব্যাপী উত্তরবঙ্গ উৎসবের সূচনা হল। এদিন জলপাইগুড়ি শহরে সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলাকেন্দ্রে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রদীপ প্রজ্জলন করে এদিনের উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেন এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সেন পাপিয়া পাল, বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত ডক্টর রাজা রাউত সহ বিশিষ্ট অতিথিরা। বুধবার উৎসবের আসরে অংশগ্রহণ করবেন কলকাতার প্রথিতযশা শিল্পী মধুবন্তী বাগচী। সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এছাড়াও জেলার বিভিন্ন লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে‌ও অনুষ্ঠান থাকবে। অন্যদিকে এদিন জেলার কৃতি ছাত্র ছাত্রীদের মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয়।