
নিজস্ব প্রতিবেদনঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ ফেব্রুয়ারী শিলিগুড়িতে উদ্বোধন করেছিলেন ” উত্তরবঙ্গ উৎসব “এর। উত্তরবঙ্গের ৮ টি জেলাতেই এরপর থেকে শুরু হয়েছে জেলাভিত্তিক উত্তরবঙ্গ উৎসব। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলায় উত্তরবঙ্গ উৎসব শুরু হল। এদিন রায়গঞ্জ শহরের রবীন্দ্রভবনে উত্তরবঙ্গ উৎসবের শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ, রায়গঞ্জ বিডিও রাজু লামা, উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস সহ অন্যান্য অতিথিবর্গ। এদিন রায়গঞ্জ রবীন্দ্রভবনে উত্তরবঙ্গ উৎসবে জেলার দুঃস্থ কৃতী ছাত্রছাত্রী ও বিভিন্ন বিষয়ে জেলার সুনাম অর্জনকারী যুবক যুবতীদের সম্বর্ধনা জানানো হয়।
