অসময়ে রোজগার নেই নৌকার মাঝিদের, তাই তাদের নিয়ে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ নৌকার মাঝিদের নিয়ে প্রথম বিবাহ বার্ষিকী পালন।শীতের এইসময় নদীতে সেভাবে নৌকা ব্যবহার হয় না বললেই চলে।আর মাঝিরাও একপ্রকার বসে থাকেন।তাদের এখন কোনো উপার্জন হয় না।সেই কথা চিন্তা করে নৌকা ভাড়া নিয়ে এবং মাঝিদের সাহায্য করার মানসিকতা নিয়ে এক দম্পতি প্রথম বিবাহবার্ষিকী পালন করলো কোচবিহারে।
বিবাহ বার্ষিকীতে বিভিন্ন রকমের আড়ম্বর আর ভবন ভাড়া নিয়ে আত্মীয়স্বজন থেকে শুরু করে সেলিব্রেটি এবং নামিদামি ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে দেখা যায়। কিন্তু ঠিক উল্টোটাই করলেন কোচবিহারের ছেলে রাজা বৈদ্য সঙ্গে তার স্ত্রী দেবস্মিতা চক্রবর্তী। তাদের প্রথম বিবাহ বার্ষিকী তারা পালন করলেন দুঃস্থ মানুষ এবং ছোট ছোট শিশুদের নিয়ে। কোচবিহারের ফাঁসিরঘাট এলাকায় তোরসা নদীর চরে ওই অনুষ্ঠান হয় । এ বিষয়ে রাজা বৈদ্য বলেন, এই শীতকালীন সময়টায় যারা নৌকা চালিয়ে সংসার চালায় তাদের কাজ কর্ম থাকে না। নদী পারাপারের জন্য নৌকা বন্ধ থাকাী ফলে তাদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই সেই অনুষ্ঠানে বাদ পড়ে নি নৌকার মাঝিরাও। তাদের নৌকা ভাড়া নিয়ে সেটিকেও এই অনুষ্ঠানের মধ্যে ব্যবহার করেছেন। এতে মাঝিরাও কিছু টাকা রোজগার করে বলে জানান রাজা বৈদ্য। এ বিষয়ে রাজা বৈদ্যর স্ত্রী দেবস্মিতা চক্রবর্তী জানান আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন। সব মিলিয়ে খুব সুন্দর একটা আমেজ।