প্রয়াত কবি সুভাষ মুখোপাধ্যায়ের আত্মজীবনী নিয়ে বই লিখলেন তুষার প্রধান

নিজস্ব প্রতিবেদন ঃ বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায় অনেকদিন আগেই প্রয়াত হয়েছেন। শেষ বয়সে অসুস্থতার জন্য বহু কিছু লিখতে পারতেন না কবি। কিন্তু তিনি কথা বলতে পারতেন। আর পুরানো সে দিনের কথা তিনি গল্পের মতোন করে বলে গিয়েছিলেন আর এক কবি ও সাংবাদিক তুষার প্রধানকে। সাংবাদিক তুষার প্রধান এবার সেই সব পুরনো কথা নিয়েই লিখে ফেললেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের আত্মজীবনী এই জীবনের এলোমেলো। বুধবার কলকাতা বইমেলায় তা প্রকাশিত হলো।তুষারবাবুর জীবনসঙ্গিনী স্বপ্না রাউত এই অমূল্য কাজে তাঁর স্বামীকে প্রেরনা দিয়ে গিয়েছেন।
তুষার প্রধান ওরফে মনোজ রাউত। উত্তরবঙ্গের বহু মানুষ এই নামটির সঙ্গে পরিচিত আলিপুরদুয়ারে তাঁর জন্ম, সেখানেই বড় হয়ে ওঠা। পরবর্তীতে কর্মজীবনে শিলিগুড়ি থেকে সাংবাদিকতায় এক নির্ভীক নজির সৃষ্টি করেন।দার্জিলিংয়ে সুভাষ ঘিসিং এর গোর্খাল্যান্ড আন্দোলনে প্রানের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা চালিয়ে যাওয়া, ডানপথ পত্রিকার মাধ্যমে নির্ভীক সাংবাদিকতা এবং বিভিন্ন সংবাদপত্রে এক ভিন্ন ধর্মী সাংবাদিকতার নাম তুষার প্রধান ওরফে মনোজ রাউত। কিছু দিন ধরে কলকাতাতে অসুস্থ অবস্থাতেই তুষার প্রধান লিখে গিয়েছেন কবি সুভাষ মুখোপাধ্যায় এর আত্মজীবনী। কলকাতা বইমেলায় নতুন পথ প্রকাশনীর ১৭৮ নম্বর স্টল থেকে বুধবার ওই বইটি প্রকাশিত হয়েছে। বিভিন্ন মহলে প্রশংসা অর্জন করেছে এই বই।তুষার প্রধানের অপূর্ব লেখনী ক্ষমতার তারিফ করছেন সকলেই। সাংবাদিকতার জগতে ব্যতিক্রমী প্রতিভা তুষার প্রধানের কাজের উচ্ছ্বাসিত প্রশংসা এদিন অনেকেই করেছেন কলকাতা বইমেলায়।