থ্যালাসেমিয়া রোগ মুক্ত সমাজ গড়তে সচেতনতা অভিযান

নিজস্ব প্রতিবেদন ঃ থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে বার্তা দিতে সমতল থেকে পাহাড় পর্যন্ত বর্ণাঢ্য মোটরসাইকেল নিয়ে সচেতনতা যাত্রা হলো অল ইন্ডিয়া ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর তরফে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান অল ইন্ডিয়া ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।এদিন অল ইন্ডিয়া ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল বলেন, থ্যালাসেমিয়া আমাদের দেশের জাতীয় সমস্যা।শিশুদের থালাসেমিয়া রোগ থেকে আটকানোর জন্য বারাসত থেকে সিকিম পর্যন্ত প্রচার-অভিযানের আয়োজন করা হয়েছে ।৬ মার্চ থেকে ১৪-ই মার্চ পর্যন্ত নয় দিন মানুষকে সচেতন করার লক্ষ্যে এক হাজার ৫০০ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে ৪০টি জায়গায় পথসভার মধ্য দিয়ে থ্যালাসেমিয়া কি! কেন এটা হয়! এটা হলে তার পরিণতি কি! সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য ওই সাংবাদিক বৈঠক।