দোল পূর্নিমাকে সামনে রেখে বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান নরোত্তম গৌড়ীয় মঠের

নিজস্ব প্রতিবেদন ঃ  দোল পূর্নিমা বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবসকে সামনে রেখে গত ৬,৭ ও ৮ মার্চ তিন দিন ধরে বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান আয়োজন করে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার নরোত্তম গৌড়ীয় মঠ। নরোত্তম গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ ত্রিদন্ডিস্বামী শ্রীভক্তি নিলয় জনার্দন মহারাজ জানিয়েছেন, ৬ মার্চ হরিনাম সঙ্কীর্তনের সঙ্গে শোভাযাত্রা বের হয়। ৭ মার্চ সারাদিন ধরে শ্রীচৈতন্য চরিতামৃত পাঠের সঙ্গে ধর্মসভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ পদাবলী কীর্তনের সঙ্গে প্রসাদ বিতরণ হয়।প্রসঙ্গত উত্তরপূর্ব ভারতের সর্বপ্রথম গৌড়ীয় মঠ হলো শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠ।