করোনার প্রথম সারির যোদ্ধাদের জন্য রান্না করছেন নবীনা

নিজস্ব প্রতিবেদনঃ করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে অনেকেই লড়াই করছেন। শিলিগুড়ি শহর লাগোয়া সাহুডাঙি শ্মশান ঘাটে প্রতিদিন মৃতদেহ দাহ করছেন কয়েকজন যোদ্ধা। তাদের এই সময় বাড়ি গিয়ে খাওয়াদাওয়ার সময় নেই। পরিবার ভুলে তাঁরা এখন দাহ বা সৎ কার কাজের মাধ্যমে সমাজের সেবা করছেন। আর এই সব প্রথম সারির যোদ্ধাদের জন্য নিয়মিত রান্না করে দিচ্ছেন আমার তাঁরা সোসাইটির সমাজসেবী নবীনা সরকার। নবীনাদেবীর হাতের রান্না প্রতিদিন পৌঁছে যাচ্ছে শ্মশানে কর্মরত কর্মী সহ অন্যান্য প্রথম সারির যোদ্ধাদের হাতে। শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টীমের স্বেচ্ছাসেবীরা নবীনাদেবীর বাড়ি থেকে খাবার সংগ্রহ করে পৌঁছে দিচ্ছেন শ্মশান ঘাট সহ অন্য যোদ্ধাদের কাছে। করোনা আবহে শিলিগুড়িতে এসবই এক অন্যরকম ব্যতিক্রমী পরিবেশ।