
নিজস্ব প্রতিবেদন ঃ অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য এম্বুলেন্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।কিন্তু সেই এম্বুলেন্সের মধ্যে মদ পাচার করছে দুষ্কৃতীরা। আ্যম্বুলেন্স থেকে প্রচুর পরিমাণে অবৈধ ভুটানি মদ উদ্ধার হলো ।গ্ৰেপ্তার হয়েছে আ্যম্বুলেন্স চালক । রবিবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া এলাকায় গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বীরপাড়া পুলিশ একটি আ্যম্বুলেন্স আটক করে। সেই আ্যম্বুলেন্স থেকে ৫০ কার্টুন অবৈধ ভুটানি মদ উদ্ধার করা হয় । আ্যম্বুলেন্স চালক জিতেন ডোমকে পুলিশ গ্ৰেপ্তার করেছে। আ্যম্বুলেন্সে করে ভুটানি মদ পাচার করা হচ্ছিল ।
