
নিজস্ব প্রতিবেদন ঃ পদ্মশ্রী তথা বাইক এম্বুলেন্স দাদা করিমূল হকের বাড়ি গিয়ে বিনামূল্যে চিকিৎসা করছেন শিলিগুড়ির হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ স্বপন রায়।গরিবের ডাক্তার বলে বিভিন্ন মহলে জনপ্রিয় ডাক্তার স্বপন রায়।শিলিগুড়ি ইসকন রোডে তাঁর বাড়ি।শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থানে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করে আসছেন এই চিকিৎসক। শুধু বিনামূল্যে চিকিৎসাই নয়, বিনা পয়সায় তিনি ওষুধও বিলি করছেন গরিব মানুষের মধ্যে। প্রতি মাসে এই করোনা পরিস্থিতির মধ্যে তিনি ডুয়ার্সের রাজডাঙা গ্রামে গিয়ে পদ্মশ্রী করিমূল হকের বাড়ি বা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা শিবির করছেন।বুধবার পদ্মশ্রীও তাঁর প্রশংসা করেন।
