ভারত স্কাউটস এন্ড গাইডসের জন সচেতনতামূলক পথ যাত্রা

নিজস্ব প্রতিবেদনঃ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিলো।সেই উপলক্ষে শিলিগুড়ি সাব আরবান লোকাল এসোসিয়েশন, ভারত স্কাউটস এন্ড গাইডস এর পক্ষ থেকে জন সচেতনতামূলক এক পথ যাত্রা হয়।তার সঙ্গে সঙ্গে পরিবেশ বিষয়ের উপর লেখা প্ল্যাকার্ড এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্তমানে সারা বিশ্বে পরিবেশের উপর যে ভয়াবহ খাঁড়া নেমে আসছে সে সম্পর্কেও বিশেষ আলোচনা হয়। পথ যাত্রাটি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি বি,ডি,ও অফিস থেকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র পর্যন্ত পরিক্রমা করে।এরপর সেই পথ যাত্রা খড়িবাড়ি উচ্চতর বিদ্যালয়ে এসে বাকি দুই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। উপস্থিত গুণীজনদের বক্তব্য ও তাদের উৎসাহমূলক সহযোগিতা বিভিন্ন বিদ্যালয় থেকে আসা স্কাউটস, গাইডস, রোভার, রেঞ্জার ও অন্যান্যদের মধ্যে উৎসাহের এক নতুন বাতাবরণ এনে দেয়।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-