
নিজস্ব প্রতিবেদন ঃ উত্তর পূর্ব ভারতের গেটওয়ে শহর শিলিগুড়িকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজে নামছে বর্তমান শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলী।রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা কিংবা আন্ডারগ্রাউন্ড কেবলিং ব্যবস্থা সবই পরিকল্পনামতো কাজে নামছে পুরসভা।তবে আপাতত প্রথম এবং প্রধান কাজ করোনার বিরুদ্ধে লড়াই এবং টিকাকরন।গোটা রাজ্যেই টিকাকরনে একটা নজির তৈরি করতে পেরেছে শিলিগুড়ি পুরসভা। তবে করোনা পরিস্থিতি একটু পার করলেই সামনে অনেক অনেক উন্নয়ন কাজের ভাবনায় রয়েছেন পুরসভার প্রশাসকমন্ডলীর কর্মকর্তারা। শুক্রবার শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রঞ্জন সরকার এসব কথাই জানিয়েছেন খবরের ঘন্টাকে।পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য হিসাবে দায়িত্ব নিয়ে সকাল রাত রাত পর্যন্ত পরিশ্রম করে চলেছেন রঞ্জনবাবু।
