
নিজস্ব প্রতিবেদন ঃ একদিকে করোনা সংক্রমণ , তার উপর লকডাউন। এই পরিস্থিতিতে নিজেদের পেশা হারিয়ে চরম সমস্যায় পড়েছেন মালদা শহরের হংসগিরি লেনেরর যৌনকর্মীরা। আর এই পরিস্থিতিতে শতাধিক যৌনকর্মীদের মাথাপিছু বিনামূল্যে পাঁচ কেজি চাল বিলি করলো শহরের এক সমাজসেবক কৃষ্ণ মন্ডল ।
পাশাপাশি সানি পার্ক এলাকার বাসিন্দা কৃষ্ণবাবু এদিন ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কয়েক হাজার দুঃস্থ মানুষদের টোটো করে ঘুরে বিনামূল্যে পাঁচ কিলো করে চাল বিলি করেন।
অন্যদিকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী রিয়া সাহা দীর্ঘদিন ধরে কিডনির অসুখে আক্রান্ত রয়েছেন। ওই ছাত্রীর পরিবারের হাতে চিকিৎসা খরচ বাবদ এককালীন দশ হাজার টাকা তুলে দিলেন কৃষ্ণ মন্ডল। সোমবার পৃথক ভাবে এই দুটি কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন সকালে শহরের হংসগিরি লেন এলাকার প্রায় আড়াইশো যৌনকর্মীদের বিনামূল্যে পাঁচ কেজি করে চাল বিলি করা হয়। এরপর এদিন দুপুরে পুরাতন মালদা মঙ্গলবাড়ী এলাকার বাসিন্দা রিয়া সাহা, তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে আক্রান্ত ওই ছাত্রী। সেই পরিস্থিতির দিকে তাকিয়ে ওই ছাত্রীর পরিবারের হাতে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা তুলে দেন কৃষ্ণবাবু।
এদিন হংসগিরি লেনের দুর্বার সমন্বয় কমিটির পক্ষ থেকে কৃষ্ণ মন্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। যৌনকর্মীদের একাংশের বক্তব্য, রেশন দোকান থেকে সরকারি সাহায্য পাওয়ার পাশাপাশি তাদের এলাকায় কৃষ্ণ মন্ডলের উদ্যোগে বিনামূল্যে পাঁচ কেজি করে চাল দেওয়া হয়েছে। করোনা সংক্রমনের মধ্যে অনেকের পেশা চলে গিয়েছে। এই পরিস্থিতিতে এমন সাহায্য অনেকটাই স্বস্তি এনে দিয়েছে যৌনকর্মীদের বলেও জানিয়েছেন।
