
নিজস্ব প্রতিবেদনঃ রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলো।শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের হাত দিয়ে এদিন অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেওয়া হয় হাসপাতাল সুপারের হাতে। একইসঙ্গে বিলি করা হয়েছে মাস্কও।অক্সিজেন সিলিন্ডারগুলো করোনা আক্রান্ত রোগী ছাড়া অন্য সাধারণ রোগীদের জন্যও ব্যবহার করা হবে। এর আগে মাটিগাড়া যীশু আশ্রমের কোভিড কেয়ার সেন্টারেও অক্সিজেন সিলিন্ডার প্রদান করে রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন। রাজ্যের অন্যান্য হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডার দান করে চলেছে ওই ক্লাব।এদিন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব রোটারি ক্লাবের ওই প্রয়াসের প্রশংসা করেন।
