
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ঃ বয়স মাত্র একমাস।সকালে দলের সঙ্গে বেরিয়ে দলছুট হয়ে যায়।স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার করুন আর্তনাদ দেখে একমুহুর্ত অপেক্ষা নয়,উদ্ধার করে তাকে দলের মধ্যে ফিরিয়ে দিয়ে নজির তৈরি করেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা ।দলছুট একমাস বয়সী হস্তিশাবককে উদ্ধার করে জঙ্গলে দলের মধ্যে ফিরিয়ে দিল বনদফতর।

ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের কারবালা চা বাগানের ১ নম্বর সেকশনে।জানা যায় এদিন বাগান দিয়ে ৪০-৪৫ টি হাতির একটি দল ভোরবেলা পার হয়।এরপরই স্থানীয়রা একটি হস্তিশাবককে দেখতে পান।খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে।খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে তৎক্ষনাৎ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন।পাশাপাশি হাতির দলটির খোজ শুরু করে।এরপর শাবকটিকে উদ্ধার করে রেতীর জঙ্গলের দিকে থাকা দলটিতে ফিরিয়ে দেওয়া হয়।এই শাবকটির দলে ফিরে যাওয়ার ঘটনায় খুশি বনকর্মী সহ স্থানীয়রা।