
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৯ অক্টোবরঃ করোনায় মৃত্যু মিছিল অব্যাহত শিলিগুড়িতে। শুক্রবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এদিন শিলিগুড়িতে করোনায় মৃত্যু হয়েছে শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ড ডাবগ্রামের বাসিন্দা মনোহর দাস, শিলিগুড়ির সুকান্তপল্লীর বাসিন্দা বাসুদেব কুন্ডু, বানারহাটের বাসিন্দা অরুন সরকার, কালিম্পং এর বাসিন্দা অশোক খাতি এবং উত্তর দিনাজপুর জেলার ধুমডাঙ্গির বাসিন্দা রাজদেবী ঠাকুরের। বৃহস্পতিবারও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৬ জনের।

শুক্রবারও শিলিগুড়িতে যথেষ্টই উর্ধমূখী করোনা আক্রান্তের গ্রাফ। এদিন দার্জিলিং জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৩১ জন। শিলিগুড়ি পুরসভা এলাকায় এদিন নতুন করে করোনায় আক্রান্ত হলেন মোট ৮৭ জন। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন, এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ৩৪ জন।
এদিন শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ১৩, খড়িবাড়ি ব্লকে ১৫, মাটিগাড়া ব্লকে ১৮, ফাসিদেওয়া ব্লকে ৩, কার্শিয়াং পুর এলাকায় ৯, সুকনায় ৪, তাকদহতে ৬, বিজনবাড়িতে ৩, দার্জিলিং পুর এলাকায় ৪ ও মিরিকে ৩ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমনের খবর মিলেছে। এদিন কালিম্পং এ ১০ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। এদিন দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ৬৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম।