
নিজস্ব প্রতিবেদন ঃমাল নদীতে কোনো বাঁধ নির্মাণ করা হয়নি।ওই নদীতে জল কম থাকে, তাই ভালোভাবে প্রতিমা নিরঞ্জন করার জন্য চ্যানেল কাটা হয়েছিল মাত্র। জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারাবসু শুক্রবার সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন। সম্প্রতি মাল নদীতে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে হড়পা বানে মৃত্যু হয় আটজনের।সেই বিষয়ে সাংবাদিক সম্মেলন করলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। সাংবাদিকদের জেলা শাসক সাফ জানিয়ে দেন, মাল নদীতে কোনও বাঁধ নির্মাণ করা হয়নি। যেহেতু ওই নদীতে জল কম থাকে তাই ভালভাবে প্রতিমা নিরঞ্জন করার জন্য চ্যানেল কাটা হয়েছিল। কিন্তু এরপরও যে সব অভিযোগ উঠছে সেই বিষয়ে প্রয়োজনে নদী বিশেষজ্ঞ সহ অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে তদন্ত করা হবে। এরই পাশাপাশি সেদিন দুর্যোগের মুখে দাঁড়িয়ে যারা নিজের জীবন বিপন্ন করে উদ্ধার কাজ করেছেন তাদের ভূয়সী প্রশংসা করেন জেলা শাসক
