
নিজস্ব প্রতিবেদনঃ ডুয়ার্সের বনজঙ্গল এবং নদীর ধারে আবার সিনেমার শ্যুটিং করতে সোমবার কলকাতা থেকে আরও একদল অভিনেতা অভিনেত্রী শিলিগুড়ি এলেন। ক’দিন আগেই আবার কাঞ্চনজঙ্ঘা সিনেমার শ্যুটিং করতে পনের দিনের জন্য উত্তরবঙ্গে আসেন মন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে ইন্দ্রনীল সেন, অর্পিতা চ্যাটার্জী, শাশ্বত চ্যাটার্জী সহ আরও অনেকে। দার্জিলিং ও সামসিংয়ে সেই সিনেমার শ্যুটিং শেষ হতে না হতেই এবার এলেন টালিগঞ্জ থেকে অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সহ আরও ৬০ জন কলাকুশলী। শিলিগুড়ি মুভি ক্রাফট মিডিয়ার তত্বাবধানে তাদের শ্যুটিং হচ্ছে ডুয়ার্সে।

এদিন অভিনেতা যশ দাশগুপ্ত সহ অন্যরা বাগডোগরা বিমানবন্দরে নেমেই সোজা চলে যান ডুয়ার্সে। সেখানে বিভিন্ন এলাকায় পাঁচ দিন ধরে একটি গানের শ্যুটিং হবে। সুরিন্দর ফিল্ম এই সিনেমাটি তৈরি করছে। যদিও সিনেমার নাম এখনও স্থির হয়নি। মুভি ক্রাফট মিডিয়ার সিনেমা প্রেমী বাবলু ব্যানার্জী এবং তাঁর স্ত্রী চৈতালী ব্যানার্জী এইসব শ্যুটিংয়ের লোকেশন নির্ধারন, হোটেল ঠিক করা সহ অন্যান্য পরিচালনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। বাবলুবাবু এবং চৈতালীদেবী বলেন, তাঁরা উত্তরবঙ্গে ফিল্ম ট্যুরিজমের বিকাশ চান। পর্যটন মন্ত্রী গৌতম দেবও তাদের সহায়তা করছেন।