মালবাজার হাসপাতালের সামনে বিনা পয়সায় মাস্ক, সাবান বিলি পুলিশ কর্মী বাপন দাসের

নিজস্ব প্রতিবেদনঃ বুধবার ডুয়ার্সের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মাক্স স্যানিটাইজার সাবান বিতরণ করলেন শিলিগুড়ি মহকুমার বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস । তিনি কলকাতা পুলিশেরও কর্মী ।

লকডাউনের পর থেকেই তার এই কর্মসূচি উত্তরবঙ্গ থেকে কলকাতার বিভিন্ন হাসপাতালে চলছে । এর আগেও কলকাতার বেলেঘাটা আইডি হসপিটাল, আরজিকর, পিজি ,ক্যান্সার হসপিটাল , কলকাতা মেডিক্যাল কলেজ ,সেই সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং শিলিগুড়ি হাসপাতালে তাকে মাস্ক বিলি করতে দেখা গিয়েছে ।বুধবার তাঁকে দেখা যায় ডুয়ার্সের মালবাজার শহরের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে । এদিন তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসেন মালবাজার মহকুমার সমাজসেবিকা সরস্বতী বণিক, দীপিকা বন্দে ও সুদীপা বণিক । সমাজসেবিকা সুদীপা বণিক বলেন, কলকাতা পুলিশের একজন কর্মী ছুটিতে এসে নিজের বেতনের টাকা দিয়ে এই মালবাজার হসপিটালে বিনে পয়সায় মাক্স স্যানিটাইজার সাবান দিচ্ছেন, এ এক অভাবনীয়। তাই তাকে উৎসাহ দিতে তার পাশে এসে আমরা দাঁড়িয়েছি । পুলিশকর্মী বাপন দাস বলেন, সবাই করোনা টিকা না পাওয়া পর্যন্ত এই কাজ চলবে । তিনি আরো বলেন, এরপরে আমি উত্তর ২৪ পরগনার কোভিড হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজের সামনে যাব । এদিন ডুয়ার্স মালবাজার হসপিটালে এসে দেখি প্রায় সংখ্যক রোগী মুখে রুমাল, গামছা, কেউবা আঁচল ওড়না ঢাকা দিয়ে ঢুকছিল হাসপাতালে, তাদের সাহায্য করতে পেরে আমি খুশি ।