
নিজস্ব প্রতিবেদনঃ বুধবার ডুয়ার্সের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মাক্স স্যানিটাইজার সাবান বিতরণ করলেন শিলিগুড়ি মহকুমার বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস । তিনি কলকাতা পুলিশেরও কর্মী ।

লকডাউনের পর থেকেই তার এই কর্মসূচি উত্তরবঙ্গ থেকে কলকাতার বিভিন্ন হাসপাতালে চলছে । এর আগেও কলকাতার বেলেঘাটা আইডি হসপিটাল, আরজিকর, পিজি ,ক্যান্সার হসপিটাল , কলকাতা মেডিক্যাল কলেজ ,সেই সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং শিলিগুড়ি হাসপাতালে তাকে মাস্ক বিলি করতে দেখা গিয়েছে ।বুধবার তাঁকে দেখা যায় ডুয়ার্সের মালবাজার শহরের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে । এদিন তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসেন মালবাজার মহকুমার সমাজসেবিকা সরস্বতী বণিক, দীপিকা বন্দে ও সুদীপা বণিক । সমাজসেবিকা সুদীপা বণিক বলেন, কলকাতা পুলিশের একজন কর্মী ছুটিতে এসে নিজের বেতনের টাকা দিয়ে এই মালবাজার হসপিটালে বিনে পয়সায় মাক্স স্যানিটাইজার সাবান দিচ্ছেন, এ এক অভাবনীয়। তাই তাকে উৎসাহ দিতে তার পাশে এসে আমরা দাঁড়িয়েছি । পুলিশকর্মী বাপন দাস বলেন, সবাই করোনা টিকা না পাওয়া পর্যন্ত এই কাজ চলবে । তিনি আরো বলেন, এরপরে আমি উত্তর ২৪ পরগনার কোভিড হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজের সামনে যাব । এদিন ডুয়ার্স মালবাজার হসপিটালে এসে দেখি প্রায় সংখ্যক রোগী মুখে রুমাল, গামছা, কেউবা আঁচল ওড়না ঢাকা দিয়ে ঢুকছিল হাসপাতালে, তাদের সাহায্য করতে পেরে আমি খুশি ।