
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার সভাকক্ষে পানীয় জল সরবরাহ নিয়ে জরুরী বৈঠক হল বৃহস্পতিবার। শিলিগুড়ি পুর সভা এলাকায় সুষ্ঠুভাবে পানীয় জল সরবরাহের জন্য ফুলবাড়ি ক্যানেলে জল সরবরাহ স্থলটি মেরামত করা হবে এই মাসের ১৩ ও ১৪ তারিখ । পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর কাজটি করবে । ১৩ তারিখ অর্ধেক বেলা এবং ১৪ তারিখ পুরো দিন জল সরবরাহ বন্ধ থাকবে শিলিগুড়িতে । তার জন্য বিকল্প সব ব্যবস্থাই গ্রহন করা হয়েছে । পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, সদস্য অলোক চক্রবর্তী, রঞ্জন সরকার প্রমুখ সমগ্র পরিস্থিতি নিয়ে পুরসভায় বৃহস্পতিবারও বৈঠক করেন। তাঁরা জানান, জল বন্ধ থাকার ওই সাময়িক পরিস্থিতির কথা চিন্তা করে ৪৫ টি পিক আপ ভ্যান, ১.৫ লক্ষ জলের প্যাকেট, ৪৫ টি পি ভি সি জলের ট্যাঙ্ক ইত্যাদি স্থায়ী ভাবে ব্যবস্থা করা হয়েছে । ৬৫ জনকে নিযুক্ত করা হয়েছে এই বিকল্প ব্যবস্থার জন্য ।
