শেষ শ্রদ্ধা সতপাল রাইয়ের প্রতি

নিজস্ব প্রতিবেদন ঃ চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নিরাপত্তার দায়িত্বে ছিলেন দার্জিলিং জেলার তাকদার বাসিন্দা সতপাল রাই। বুধবার কপ্টার দুর্ঘটনার সময় মারা যান সতপাল রাইও। আর এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর জন্য গোটা দেশের সঙ্গে শোকস্তব্ধ দার্জিলিং পাহাড়ও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতপাল রাইয়ের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার শোক জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব বৃহস্পতিবার দার্জিলিং জেলার তাকদার বাসিন্দা শহীদ সতপাল রাই -র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।