নিজস্ব প্রতিবেদন:
ছবি রানী হালদার ট্যালেন্ট টেস্ট কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত মেধা অন্বেষণ পরীক্ষা গত ২ নভেম্বর শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছিল। অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এম.এম.এম.এস.ই এর ধাঁচে এই পরীক্ষা নেওয়া হয়। এ বছর মোট ১১৯ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং তাদের মধ্যে ৩২ জন ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।

সোমবার শিলিগুড়িতে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ডঃ তপতী হালদার। তিনি জানান, এবারের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী দিয়া বসাক—তার প্রাপ্ত নম্বর ৮৪ ।
দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামধনজোত হাই স্কুলের বৈশাখি শিকদার, তার প্রাপ্ত নম্বর ৭৬ শতাংশ।
তৃতীয় স্থান অর্জন করেছে শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের ছাত্র অনুপ সাহা।
ফলাফল ঘোষণার সময় ডঃ তপতী হালদারের সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমার বিদ্যালয়সমূহের এআই অফ স্কুলস অরিন্দম রায় এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও আন্তর্জাতিক সোনা জয়ী খেলোয়াড় সোমা দত্ত।
পরীক্ষার সাফল্যকে শিক্ষামহল উৎসাহব্যঞ্জক উদ্যোগ হিসেবে দেখছে এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় ছাত্রছাত্রী এই ধরনের মেধা পরীক্ষায় অংশ নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

