
শিল্পী পালিত ঃ লেখালেখি তাঁর প্রধান নেশা, শিলিগুড়ি উত্তর ভারত নগর থেকে জানাচ্ছেন লেখিকা জয়তী কুন্ডু। আজ পড়ুন তাঁর আত্মকথা —

আমি শ্রীমতি জয়তী কুন্ডু , লেখার জগতে খুব বেশিদিন পদার্পন করিনি , যদিও ছোটবেলা থেকেই আমার লেখার সাথে সখ্যতা । আমার বাবা শ্রীযুক্ত অজিত কুমার কুন্ডু পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু ভীষণ ভালো লেখালেখির হাত ছিলো ওনার । হয়তো বাবার থেকেই আমার লেখার প্রতি ভালোবাসা ছোটবেলা থেকে জন্মায় ।ছেলেবেলায় কবিতা লিখতাম নিজের খেয়ালে ,, এখনো তাই ……. ! লেখার প্রতি ভালোবাসাটা আমার মজ্জাগত ।
আমার বাবা সরকারি চাকুরে ( সিভিল ইঞ্জিনিয়ার ) ছিলেন , তিস্তা ব্যারেজ প্রজেক্ট এ । ওনার ছিলো বদলির চাকরি । উত্তরবঙ্গ জুড়ে উনি নানান জায়গায় চাকরিসুত্রে ছিলেন । আমরা তিন ভাইবোন মায়ের সাথে লেখাপড়ার সুবাদে শিলিগুড়িতেই থাকতাম । প্রথমে শিলিগুড়ি গার্লস হাই স্কুল , তারপর শিলিগুড়ি কলেজে এবং পরবর্তীতে নর্থবেঙ্গল ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স এ মাস্টার্স করি ।
আমার কয়েকটি পছন্দের কাজ আছে । তারমধ্যে লেখালেখি প্রধান । এছাড়া ফটোগ্রাফি , আঁকা , রান্না করা , গান শোনা , হাতের কাজ করা আমার নেশা ।
তবে , লেখা নিয়ে থাকতেই আমার সবচাইতে আনন্দ হয় । লেখা আমার মনের অনুভূতি গুলো প্রকাশ করতে সাহায্য করে । আনন্দে , সুখে , কষ্টে , দুঃখে কলম চালাই …….. যেমন যেমন দেখি কিংবা শুনি । সেটা হতে পারে সাম্প্রতিক কালে নাড়া দিয়ে যাওয়া কোনো ঘটনা , কিংবা নারীদের সাথে ঘটমান সামাজিক অবমাননা, ভ্রমণ কাহিনী , ছোট গল্প বা হতে পারে মনের কোনো রঙ্গীন খেয়াল ….. যা ডানা মেলে কলমে ভর করে !!
আমার কবিতার বিষয়বস্তু প্রধানতঃ ” নারী কেন্দ্রিক ” । আমি চেষ্টা করি নারীদের সমস্যা বা যন্ত্রণা কবিতার মাধ্যমে তুলে ধরতে । অনেক ম্যাগাজিনে আমার লেখা নিয়মিত প্রকাশিত হয় । এক্ষেত্রে অবশ্য আমার একটু গাফিলতিও আছে । আমি নিজের থেকে কাউকে কিছু লেখা পাঠাতে পারিনা বা তদ্বির করতে পারিনা ……… কেউ ইনভাইট করলে তা সাদরে গ্রহণ করি ।
২০২০ সালের জানুয়ারিতে আমার প্রথম কবিতার বই ” উপলব্ধি ” কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় । ওটাই আমার স্বপ্ন – উড়ানের প্রথম পদক্ষেপ । কলকাতার ” আনন্দ প্রকাশন ” থেকে আমার বই প্রকাশিত হয়েছে । শিলিগুড়িতে ” ইকোনোমিক বুক স্টল ” আর ” আংরাভাসা ” তে আমার লেখা বইখানা পাওয়া যাবে । এইভাবেই এক-পা এক-পা করে আমার লেখার জগতে প্রবেশ এবং বিচরণ । আমি যেনো আমার ভালোবাসা এবং ভালোলাগার সাথে সারাজীবন কাটিয়ে দিতে পারি তার জন্য আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা প্রার্থনীয় । আশাকরি আপনাদের শুভকামনায় আমার লেখক – জীবনের পথ চলা আরো আরো মসৃন হবে ,,, এটুকুই কাম্য ।
সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ….. 🙏🙏
**** জয়তী ******উত্তর ভারতনগর, শিলিগুড়ি।